শরীর বুঝে সব। কিন্তু কখনও ভেবেছেন কি, সেক্স-এর আগে কী খাওয়া উচিত, আর কী নয়? শরীরগতিকের সেই তত্ত্ব জেনে নিন এবার। ১. প্লেন টোস্ট চলতে পারে। খুব বেশি হলে একটু মাখন। পাঁউরুটির অন্য কিছু নয়।
২. ডিমের সাদা অংশ চলতে পারে। সসেজ বা সালামি একেবারেই নয়।
৩. কফি ভুলে যান। লিকার চা হতে পারে সঙ্গী।
৪. রাতে মাছ বা চিকেন চলতে পারে। অন্য কোনও মাংস নয়।
সানি লিওনের নয়া কীর্তি! ব্যবসায়ীর সঙ্গে প্রথমে মাতলেন যৌনলীলায়। তার পরেই সেই ব্যবসায়ীর ক্ষতিসাধনে মরিয়া হয়ে উঠেছেন সানি। ঘটনাটা কী?
ব্যবসায়ী সানি লিওনের সঙ্গে পরিচয় হয়েছে আর এক বিজনেস টাইকুনের। সেই পরিচয় ক্রমশ গড়ায় প্রেমে। এবং প্রেম মন থেকে গড়ায় শরীরে। উষ্ণ শরীরী খেলায় মাতেন দু’জনে।কিন্তু তার পরে? সম্পর্কের মধ্যে চলে আসে অর্থ। টাকাপয়সা নিয়ে টানাপড়েন শুরু হয় দু’জনের মধ্যে। শুরু হয় ব্যবসার সাপ-লুডো খেলা। ব্যবসায়ীকে চরম ঘৃণা করতে শুরু করেন সানি। ঘটনা ঘোরে অন্যদিকে।সানি লিওনের নতুন ছবি ‘‘বেইমান লাভ’’ ঘুরপাক খাচ্ছে এমনই একটি টানটান গল্প ঘিরে। সানির সঙ্গে এই ছবিতে একাধিক উষ্ণ দৃশ্য়ে রয়েছেন রজনীশ দুগ্গল। আর স্বামীর প্রসঙ্গ? এই ছবিতে দেখা যাবে সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারকে! স্বামী-স্ত্রী একত্রে অভিনয় করবেন এই ছবিতে।রইল পড়ে ভাইরাল ভিডিও-র কথা। ‘‘বেইমান লাভ’’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এবং শুরুতেই তোলপাড় ফেলেছে ইউটিউবে।
বিনোদন ডেস্ক : নগ্নতায় যার হাতিয়ার। “ভারত জিতলে নগ্ন হব।” “পাকিস্তান জিতলে নগ্ন হব।” “মুম্বই ইন্ডিয়ন্স জিতলে নগ্ন হব।”এমন কথা মাঝে মাঝেই ঘোষণা করেখবরে আসেন বিতর্কিত মডেল ও স্বঘোষিত অভিনেত্রী আরশি খান। আরশি এবার সালমানের জন্য নগ্ন হলেন। কিন্তু সেই নগ্নতার মাত্রা এতটাই চড়া ছিল যে ফেসবুক, টুইটারে তাঁকে ব্লক করে দেওয়া হয়। পরে ফোটোশপের মাধ্যমে রাখঢাক করেও যে নগ্ন ছবিটা সলমনকে উত্সর্গ করলেন আরশি সেটাও পাবলিশ করার সম্পূর্ণ অযোগ্য। আরশি বললেন, সালমানের সুলতান দেখার পর তিনি এতটাই আপ্লুত যে নিজের সবই সল্লুকে দিয়ে দিলেন।
অবাক হয়ে যাবেন ! যে মুরগি দেখতে কালো; ডিম-মাংস ও কালো, দাম ৩ লাখ টাকা (ভিডিওসহ)অবাক হয়ে যাবেন ! যে মুরগি দেখতে কালো; ডিম-মাংস ও কালো, দাম ৩ লাখ টাকা (ভিডিওসহ)