Page

Thursday, September 29, 2016

হবাসের পুর্বে কী খাবেন,জেনে নিন কি খেলে আপনার উত্তেজনা চরমে পোঁছাবে।সারা রাত করতে পারবেন মিলন।



শরীর বুঝে সব। কিন্তু কখনও ভেবেছেন কি, সেক্স-এর আগে কী খাওয়া উচিত, আর কী নয়? শরীরগতিকের সেই তত্ত্ব জেনে নিন এবার।
১. প্লেন টোস্ট চলতে পারে। খুব বেশি হলে একটু মাখন। পাঁউরুটির অন্য কিছু নয়।

২. ডিমের সাদা অংশ চলতে পারে। সসেজ বা সালামি একেবারেই নয়।

৩. কফি ভুলে যান। লিকার চা হতে পারে সঙ্গী।

৪. রাতে মাছ বা চিকেন চলতে পারে। অন্য কোনও মাংস নয়।

৫. ব্রোকোলি, ফুলকপি, বাঁধাকপি নয়, গ্রিন সালাড, শশা, মাশরুম বা টোম্যাটো খান।

৬. ফ্রেঞ্চ ফ্রাই নয়। আলু খেতে হলে সিদ্ধই ভাল।

৭. এগ, চিকেন, মাটন— রোল, বিরিয়ানি কিছুই চলবে না। মাংস খেলে একেবারে হালকা করে খান।

৮. ওয়াইন ভাল। টেকিলা চলবে। কিন্তু সুরা-গোত্রের আর কিছু নয়।

৯. পিৎজা নয়, পাস্তা।

১০. সেক্স-এর আগে পপ কর্ন খাওয়া ভাল।

১১. মুখের জন্য চিউইং গাম নৈব নৈব চ। মাউথওয়াশ হচ্ছে শ্রেষ্ঠ বিকল্প।



Download this video Here



No comments :

Post a Comment