বিনোদন ডেস্ক : নগ্নতায় যার হাতিয়ার। “ভারত জিতলে নগ্ন হব।” “পাকিস্তান জিতলে নগ্ন হব।” “মুম্বই ইন্ডিয়ন্স জিতলে নগ্ন হব।”এমন কথা মাঝে মাঝেই ঘোষণা করেখবরে আসেন বিতর্কিত মডেল ও স্বঘোষিত অভিনেত্রী আরশি খান। আরশি এবার সালমানের জন্য নগ্ন হলেন।
কিন্তু সেই নগ্নতার মাত্রা এতটাই চড়া ছিল যে ফেসবুক, টুইটারে তাঁকে ব্লক করে দেওয়া হয়। পরে ফোটোশপের মাধ্যমে রাখঢাক করেও যে নগ্ন ছবিটা সলমনকে উত্সর্গ করলেন আরশি সেটাও পাবলিশ করার সম্পূর্ণ অযোগ্য।
আরশি বললেন, সালমানের সুলতান দেখার পর তিনি এতটাই আপ্লুত যে নিজের সবই সল্লুকে দিয়ে দিলেন।

এখানে ক্লিক করুন
Download this video Here

No comments :
Post a Comment